বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জনবসতি ছোট-বড় অসংখ্য নদী ও খাল দ্বারা বেষ্টিত । জল ও সবুজে সমৃদ্ধ এই অঞ্চলের ঘর বাড়ি জলাধার তীরবর্তী প্রাকৃতিক উঁচু জমিতে গড়ে উঠেছে। সারি সারি নারিকেল ও সুপারির বাগান, কিছুদূর পর পর সরু খাল এবং তার উপর বাঁশের সাঁকো, কাঠের তৈরি একতলা বা কখনও কখনও দোতলা বাড়ি — এই ছিল এই অঞ্চলের বসতবাড়ির সাধারণ চিত্র। সময়ের পরিক্রমায় বাস্তব জগতে আজ এর অনেক কিছুই হারিয়ে গেলেও বেঁচে আছে অগ্রজ প্রজন্মের স্মৃতির কোঠায়। শৈশবের স্মৃতি বিজড়িত আজকের চিঠিটি পাঠিয়েছেন মোঃ শাহীন আল মামুন জয় । চিত্রায়ন: জেড এ সালেহ জেবারমাই; অনুবাদ: নাজিউর রহমান।