Sculpture for Nagasaki Peace Park at Japan | (winning entry) by Anindya Pandit

2 February, 2016
Name: Anindya Pandit Year: 2015 Location: Japan

মূলভাবনা

মানুষের দুঃখের কাল উপস্থিত হলে সে অভিভুত হয় এর তাৎক্ষণিকটায় । সে ভাবে – এই বুঝি তার সব শেষ হয়ে গেল- হতাশা তাকে গ্রাস করে, সে শোকবিহ্বল হয়। জীবনের দীর্ঘ পথের গল্পটা সে তখন গিয়ে যে রাস্তায় দুঃখ-দুর্ঘটনাটি ঘটে সেই বিন্দুতেই দৃষ্টি নিবদ্ধ করে এবং দুঃখাভিভুত হয়। সেই মুহূর্তে অন্যদের কাজ দুঃখভারাক্রান্তকে জীবনের দীর্ঘ পথের সেই গল্পের কথা মনে করিয়ে দেয়া এবং তারাও এমন অবস্থায় নিপাতিত হয়ে একইভাবে অভিভূত হয়েছিল- এইকথাটুকুর মাধ্যমে সহমর্মিতা প্রকাশ করা। জীবনের দীর্ঘ পথের গল্পটা আমার প্রকৃতির কাছ থেকে শিখেছি বটে, কিন্তু সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ একান্তই মানুষের অন্তরের শিক্ষা । সাহায্য ব্যাপারটা বাহিরের বস্তু আর ‘সহানুভূতির’ ভেতরের।

জাতি হিসাবে অন্য জাতির দুঃখের দিনে তাই সাহায্য ব্যাতিরেকে সহানুভূতি জ্ঞাপন একাধারে মিথ ও লোকাচারের অংশ আজও পর্যন্ত।

১৯৪৫ এর ৯ অগাস্ট এর মনুষ্যসৃষ্ট নৃশংসতম ঘটনায় তাই শোকপ্রকাশ বা সহানুভূতি প্রকাশকেই আমি আমার নৃশংসতম ঘটনায় তাই শোকপ্রকাশ বা সহানুভূতি প্রকাশকেই আমি আমার স্থাপত্য ভাবনায় প্রাধান্য দিয়েছি এবং একইসাথে বিশ্বশান্তির আশা ব্যক্ত করতে চেয়েছি। বিশ্বশান্তির আশা ব্যক্ত করতে চেয়েছি।বিশ্বব্যাপি সর্বজনগ্রাহ্য condolence সহানুভূতি বা শোকপ্রকাশক প্রতীককে ত্রিমাত্রিক দৃষ্টিতে ধরার চেষ্টা আমার নকশায় রয়েছে।

আয়াতাকৃতি কালো কাপড়ের টুকরোকে তলার দিকে ত্রিভুজাকারে কেটে বুকের বাঁপাশে ধারণ করে আমার যে দুঃখ প্রকাশ করি- এর পেছনে যে দার্শনিক গল্পটি আছে তা হলো-

‘তোমার দুঃখ শুধু তোমার একার নয়। আমাদের সবার। তোমার বুকের ভার আজ আমার সবাই ভাগ করে নিয়েছি, তুমি দুঃখ করো না। দুঃখ সর্বজনীন। তোমার বুকে শান্তি আসুক।‘

কংক্রিটে তৈরী সাড়ে চৌদ্দ ফুট উচ্চতা নিয়ে যখন এই প্রতীক উঁচু হয়ে দাঁড়াবে

তখন তার শীতল কালো বুক থেকে ডানা মেলবে শ্বেত কপোত।

“আছে শুধু পাখা, আছে মহানভ-অঙ্গন

ঊষা-দিশা-হারা নিবিড়-তিমির আকা

ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,

এখনি, অন্ধ, বন্ধ করোনা পাখা।”

।। দুঃসময় ।।

রবীন্দ্রনাথ ঠাকুর

Theme:

Lesson from life depends on our experience of existence in nature but condolence or empathy is the true expression of our inner feelings that can be foreseen beyond help. Soul mate beyond partners still remains as a quest in our culture and myth.

The idea was to reflect condolence for the victims in 9 August,1945 and envisage peace at global context. The three dimensional form is the symbolic expression of concern and condolence.

The form of the sculpture was articulated  to contemplate the feelings through rectangular black paper with triangular subtraction at the bottom with an intention to express- ‘ It’s not only yours, we all mourn with you.’

White wings of peace will definitely be on air from the blank black- concrete wall.

© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit
© Anindya Pandit