বসতবাড়ি | চিঠি ১৪ | সুন্দরী কাঠের দোতলাবাড়ি

1 August, 2021 Total View: 40

Letter by Md Shahin Al Mamun Joy | Visualization, inking and colouring by Z. A. Saleh Zebermai © CONTEXT

 

মূল চিঠি:

প্রিয় প্রজন্ম,

কেমন আছো? তোমরা হয়তো ইট-পাথরের জঙ্গলে হাঁপিয়ে উঠেছো, হয়তোবা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছো কেমন ছিল আমার দাদার বাড়ি, তাই তোমাদের দীর্ঘশ্বাসকে আরও একটু ভারি করার জন্য তোমাদের জন্যে লিখে গেলাম এই চিঠি।

অসংখ্য গাছ-গাছালীর সবুজের অরন্যের মাঝে ভালবাসায় পরিপূর্ণ ছিল আমাদের টিনের ছোট্ট ঘর। বৃষ্টির দিনে টিনের চালের ঝুম বৃষ্টির শব্দ আবার শীতের সময়ে হীম কাঁপানো অনূভুতি, প্রচন্ড শীতের সকালে বাড়ির উঠানে সকলে মিলে শুকনো পাতা পুড়িয়ে আগুন পোহানো অথবা বাড়ির পাশের সুপারি বাগান থেকে সুপারি কুড়িয়ে ১ টাকার বনক্রীম খাওয়া কিংবা শীতের সকালে ঘরের উঠনে ছোট-বড় সবাই মিলে মৃধু রোদের মধ্যে এক সাথে ভাত খাওয়া। আমাদের বাড়ি পিরোজপুর জেলার, স্বরূপকাঠি(নেছারাবাদ) থানার জগন্নাথকাঠী নামক  একটা গ্রামে, এখন আর এটাকে গ্রাম বলা যাবে না, অলরেডি এটা একটা মিনি শহর। এখন এখানের সকল মাটির রাস্তা পাকা হয়ে গেছে, ছোট ছোট টিনের ঘর গুলি মস্তবড় অট্রলিকায় রূপ নিয়েছে, সুপারি, নারকেল ও বাঁশের সাঁকো গুলি এখন কার্লভাট ও ব্রিজে রূপ নিয়েছে। আশির দশকের দিকে যখন আমার মা-বাবা এখানে ঘর তুলেছিল তখন আমাদের চারপাশে ছিল উঁচু-নিচু ধানক্ষেত, সুপারী ও নারকেল গাছের বাগান সহ জঙ্গলে ভরপুর আর এরই  মধ্যখানে আমার বাবা-মা তৈরি করেছেন তাদের স্বপ্নের বাড়ি, সুন্দরী কাঠের খুটি উপরে দোতলা টিনের চৌচলা ছাদ, চারপাশে রেইনট্রি গাছের তক্তার বেড়া, দোতলায় শাল লোহা কাঠের পাটাতন আর মাটির মেঝে, সামনে-পিছনে দুটি বারান্দা সহ মাঝখানে বড় একটি ঘরের আদলেই ছিল আমাদের ঘরটি, পিছনের বারান্দার পরে আলাদা করে ছোট একটি রান্নাঘর, ঘরের ভিতরে বড় একটি খাট সহ একটি আলমারি, একটি আলনা ও ঘরের এক কোনায় আম্মার নামাজের জায়গা, সামনের বারান্দায় একপাশে একটি খাট ও অন্যপাশে চেয়ার ও টেবিল আর পিছনের বারান্দার একপাশে একটি চৌকি ও অন্যপাশে পাটি বিছিয়ে খাওয়ার জন্য একটু জায়গা, ঘর থেকে বেশ খানিকটা দূরে খালের পাশের ঝির গাছের পাশে ছিল টয়লেট।

আমাদের ঘরের পূর্বপাশেই ছিল ঘন জঙ্গল যেখানে শিয়াল, বনবিড়াল সহ প্রচলিত অনেক ভূতের নিবাস ছিল, যে কারনে রাতে আমি কখনই একা ঘরের বাহির হতাম না, তখন বিদ্যুৎ ছিল না ল্যাম্প (কুপি), হারিকেনই ছিল অন্ধকার দূর করার মাধ্যম, এই হারিকেনের আলোতে পড়া-লেখার যে কি শান্তি, সেটা তোমরা কখনই অনূভব করতে পারবে না। রাত বাড়ার সাথে সাথে ঝিঁঝিঁ পোকার শব্দ, হুতোম পেঁচার ডাক কিংবা নাম না জানা কোন পাখির ডানা ঝাপটানোর শব্দে ঘুমিয়ে পরা, আবার প্রকৃতিক এলার্ম মোরগের ডাকে ঘুম থেকে উঠা, এভাবেই কেটে যেত আমার ছেলেবেলা।

ইতি

তোমাদের পূর্বপুরুষ

প্রেরক:  মোঃ শাহীন আল মামুন জয়

সিভিল ইঞ্জিনিয়ার

ব্র্যাক(এইচ,সি,এম,পি) কনস্ট্রাকশন এন্ড চাইল্ড প্রোটেকশন,

গ্রামঃ জগন্নাথকাঠী,

থানা ও পোষ্ট : স্বরূপকাঠি (নেছারাবাদ)

জেলাঃ পিরোজপুর

বিভাগঃ বরিশাল

Visualization by Z. A. Saleh Zebermai (based on the sketches provided by the author) © CONTEXT

Visualization by Z. A. Saleh Zebermai © CONTEXT

Visualization by Z. A. Saleh Zebermai © CONTEXT

Visualization by Z. A. Saleh Zebermai © CONTEXT

 

English Version | Translated by Naziur Rahman

Dear Descendants,

How are you? Panting in this concrete jungle, you may be sighing and wondering what my grandfather’s house was like, so I wrote this letter for you to make your sigh a little heavier.

Our little tin shed house amidst the greenery was full of love. The sound of rain falling on the tin roof on a rainy day and bone-chilling cold in winter were mesmerizing experiences. On a very cold winter morning, we used to burn dried leaves and warm ourselves by sitting around it or collect betelnut from the neighbour’s house and selling them to buy a cream bun with one taka only or eat steamed rice together by sitting in the yard while enjoying the warmness of soft golden sun of the winter morning.

Our home is in a village called Jagannathkathi of Swarupkathi (Nesharabad) police station in Pirojpur district. It can no longer be called a village today; now it becomes a small town. Now all the dirt roads here have been paved, small village houses have been replaced by brick buildings; the betel, coconut trunk and bamboo bridges have now taken the form of culverts and bridges. When my parents built a house here in the 80’s, it was surrounded by high and low paddy fields, a forest full of betel and coconut groves, and in the middle of it, my parents built their dream house, a beautiful two-storey house with a hip roof over wooden poles made of Sundari (Heritiera fomes) tree.

The house was enclosed by walls made of raintree planks; the 1st-floor deck was made with hardwood sourced from Sal (Shorea robusta) tree and finished with mud plaster. The house had two verandas in front and back and a big room in the middle. There was a separate kitchen behind the back veranda. Inside the room, there was a large bed along with an ‘almirah’ and a cloth stand. A prayer space for my mother was in one corner of the room. In the front veranda there was a bed on one side and a table and a chair on the other side. The back verandah has a stool and a cozy corner to dine on a rug. Separate from the house, there was a toilet next to the Jhir tree near the canal.

To the east of our house was a dense jungle where foxes, wild cats and many other haunted souls lived, which is why I never went out alone at night. There was no electricity or lamp then. A lantern called Hurricane was a means of dispelling darkness.  Your generation can never feel how restful it was to study under the dim light of Hurricane lamp!

As the night wore on, we fell asleep listening to the hoot of the owl or to the sound of fluttering wings of unknown birds and again we woke up the next day by the sound of a natural alarm rooster, and that’s how our childhood had passed.

From

Your Predecessor

Sender: Md Shahin Al Mamun Joy

Civil Engineer

BRAC (HCMP) Construction and Child protection

District: Pirojpur

Division: Barisal


হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম। হারিয়ে যাচ্ছে মাটি ও মানুষের আত্মিক সম্পর্ক। জীবন ও জীবিকার সংগ্রামে আমরা ভুলতে বসেছি আমাদের শেকড়। গ্রামের বাড়ি আজ যেন এক নস্টালজিয়া। শুধু বেঁচে আছে আমাদের স্মৃতিতে। কি রেখে যাচ্ছি আমরা ভবিষ্যত প্রজন্মের উদ্দেশ্যে? সেই শিকড়ের খোঁজে আমরা খোলা চিঠির আহ্বান জানিয়েছিলাম।

আপনি যদি অংশগ্রহণের কথা বিবেচনা করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব চিঠিটি প্রেরণ করুন।

বিস্তারিতঃ http://localhost/context/events/event/basatbari/

ইমেইল: boshotbari.context@gmail.com; context.editor4@gmail.com


Disclaimer:

CONTEXT (www.contextbd.com) and their collaborators jointly hold the copyrights of all contents including, but not limited to, all text, information, illustrations, images. You may not duplicate or reproduce any of the content on this website, including files downloadable from this website.

PEOPLE ALSO VIEW