শিল্পনগরী আসানসোল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, কবি নজরুল এর বাল্যজীবন সহ বহু গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ এই শহর। ব্রিটিশ আমলে ভূমি ও রেল যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকা ঐতিহাসিক এই শহরাঞ্চল পশ্চিমবঙ্গের দ্বিতীয় ব্যস্ততম নগরী। বার্নপুরের পুরনো শহরতলীর ঘর বাড়ি আজও যেন সেই সাক্ষ্য বহন করছে। উত্তরসূরির উদ্দেশ্যে লেখা অনুপ্রিয়া সরকার এর চিঠিতে বর্ণিত হয়েছে এমনি এক বসতবাড়ির কথা, নাম তার "স্বর্ণকুটির” । - Editor