এই দক্ষিণ উপমহাদেশে সেই আদিকাল থেকেই একান্নবর্তী সমাজব্যবস্থা গড়ে উঠেছে। যেখানে মা-বাবা, সন্তান, দাদা-দাদিসহ পরিবারের সবাই একত্রে বসবাস করতেন। সময়ের বিবর্তনে সমাজব্যবস্থার পরিবর্তন ঘটেছে, সেই সাথে একান্নবর্তী পরিবার আজ হারিয়ে যেতে বসেছে । শহুরে নতুন প্রজন্ম প্রকৃতির অপূর্বময়তার সংস্পর্শ থেকে যেমন আজ বঞ্চিত, একই ভাবে পারিবারিক বন্ধনের রূপটাও তেমনভাবে তারা প্রত্যক্ষ করার সুযোগ পায়নি। আজকের চিঠিতে বর্ণিত হয়েছে সেই বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের চালচিত্র। চিঠিটি পাঠিয়েছেন ঋতুশ্রী মদক সাথী । চিত্রায়ন: পারভীন আখতার নওরীন, তানভীর আহমেদ রিয়েল ও সাদ বিন মোস্তফা। ইংরেজি অনুবাদ: অমিত ইমতিয়াজ ।