দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি দ্বীপ মৌসুনী। বঙ্গোপসাগরের উপকূলে, সুন্দরবন ঘেঁষে অবস্থিত এই জনবসতি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। জীবন এখানে ধীর এবং সংগ্রামের। ঘরবাড়ি প্রধানত মাটি আর ছনের তৈরী। সাগর তীরের দ্বীপাঞ্চলের বসতবাড়ি ও প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা এক কৈশোর জীবনের গল্প চিত্রিত হয়েছে আজকের চিঠিতে। চিঠিটি পাঠিয়েছেন কৌশিক জানা, ভারত থেকে। চিত্রায়ন: রাফিদ রহিম, সুমাইতা তাহসিন, মুসাররাত সালসাবিল চৌধুরী; অনুবাদ: অমিত ইমতিয়াজ।