ফেনী জেলায় বিভিন্ন প্রজন্মের যে সকল পরিবার জ্ঞানের আলোর প্রসার ঘটিয়েছে “মুন্সীবাড়ি” তার মধ্যে উল্লেখযোগ্য। এই পরিবার বৃক্ষের প্রথম পুরুষ ছিলেন ওয়াসিল উদ্দিন মুন্সী। জনশ্রুতি আছে যে, প্রায় ২৫০ বছর পূর্বে তিনি তার দুই সঙ্গী নিয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ইরাক থেকে বাংলাদেশ ভ্রমন করেছিলেন। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের মধ্য দিয়ে তারা তিনজন ফেনীর ফরহাদনগরে পৌঁছেছিলেন । এই জায়গাটি ছিল সম্পূর্ণ অনুর্বর। জনমানবশূন্য এই স্থানে আসার পরে, তারা নিজেদেরকে আধ্যাত্মিক উপাসনায় নিবেদিত করেন। সময়ের সাথে সাথে, তাদের আধ্যাত্মিক ভক্তির গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য ও বাসিন্দাদের ভালবাসা তাকে এই স্থানে স্থায়ীভাবে স্থিত করে তুলেছিল। ধীরে ধীরে এই নবআশ্রয়ের নাম হয় মুন্সীবাড়ি।